আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার ইতিহাসে সবচেয়ে কম বয়সি প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। নতুন প্রজন্মের একজন ক্যারিশম্যাটিক নেতা তিনি। প্রেসিডেন্ট হিসেবেই শুধু নয়। ভিন্নধর্মী নানান কাজের মাধ্যমে বারবার মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি। বক্সার,মসজিদে মুসল্লিদের সঙ্গে নামাজ আদায়,শরণার্থী সংকট নিরসন এরকম নানা ঘটনায় তিনি বেশ সমাদৃত। এবার পরিবেশ রক্ষায় সোচ্চার ভূমিকায় নামলে ট্রুডো। একেবারে লগি বৈঠা হাতে।
হ্যাঁ পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে নায়াগ্রা নদীতে বৈঠা হাতে নেমে পড়েন কানাডার প্রধানমন্ত্রী। নদীটি কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে অবস্থিত। বছর দুয়েক আগে কনজারভেটিভ দলের সিনেটর প্যাট্রিক ব্রাজিউর সঙ্গে বক্সিং খেলতে গিয়ে নিজের নাক ফটিয়েছিলেন। অটোয়াতে অনুষ্ঠিত ঐ খেলাটি ছিল ক্যান্সার গবেষণায় ফান্ড রেইজিং এর জন্য। জাস্টিন ট্রুডো একজন সৌখিন বক্সারও।
এছাড়া ব্রিটিশ কলম্বিয়ার একটি মসজিদে মুসল্লীদের সঙ্গে ইফতার করছেন জাস্টিন ট্রুডো। ব্রিটিশ কলম্বিয়ার একটি মসজিদে মুসল্লীদের সঙ্গে নামাজেও অংশ নেন জাস্টিন ট্রুডো। শরণার্থী সংকটের ইস্যুতেও তিনি বলেন,ধর্ম বিশ্বাস যাই হোক না কেন নির্যাতন,সন্ত্রাস ও যুদ্ধপীড়িত অঞ্চল থেকে পালিয়ে আসা শরণার্থীরা কানাডায় স্বাগতম। বৈচিত্র্য আমাদের শক্তি।