News71.com
 International
 06 Jun 17, 04:13 PM
 191           
 0
 06 Jun 17, 04:13 PM

বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি বাস্তবায়নে মমতার দেওয়া বিকল্প প্রস্তাব সমীক্ষা করে দেখা হচ্ছে ।। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি বাস্তবায়নে মমতার দেওয়া বিকল্প প্রস্তাব সমীক্ষা করে দেখা হচ্ছে ।। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

আন্তর্জাতিক ডেস্ক : আগে রাজ্যর স্বার্থ। তারপর বাংলাদেশকে জল দেওয়ার বিষয়ে ভাবনা। তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে এই অবস্থানেই অনড় মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে এগোনোর বার্তা দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এদিন সুষমা বলেন, তিস্তা জট সমাধানে আমরা সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি। এবিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সহমত প্রয়োজন।
গত এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে, তিস্তা নিয়ে আপত্তির কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তার বদলে তোর্সা-সহ উত্তরবঙ্গের একাধিক নদী থেকে বাংলাদেশকে জল দেওয়ার বিকল্প প্রস্তাবও দেন তিনি। বলেছিলেন, একটা বিকল্প প্রস্তাব সবাইকে ভেবে দেখতে বলেছি, তোর্সা, মানসাই, ধানসাই, ধলরা এই ছোট ছোট নদী বাংলাদেশের সঙ্গে মেশে। আমরা চাই বাংলাদেশ জল পাক। আমরা চাই বাংলাদেশ জল পাক। বিকল্প প্রস্তাব দুই সরকারই ভেবে দেখুক।

মুখ্যমন্ত্রীর এই বিকল্প প্রস্তাবও সমীক্ষা করে খতিয়ে দেখা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন বিদেশমন্ত্রী। বলেছেন, তিস্তা চুক্তির বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি বিকল্প নদীর নাম প্রস্তাব করেছেন। প্রস্তাব সমীক্ষা করে দেখা হচ্ছে। সমীক্ষা রিপোর্ট হাতে পাওয়ার পরে তা মমতাকে জানানো হবে এবং এ নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হবে। বিদেশমন্ত্রী আশাবাদী, দীর্ঘদিন টালবাহনার পরে বাংলাদেশের সঙ্গে যে ভাবে স্থলসীমান্ত চুক্তি হয়েছে, ঠিক সেভাবেই তিস্তা চুক্তি নিয়েও ঐকমত্যে পৌঁছনো যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন