News71.com
 International
 06 Jun 17, 04:10 PM
 197           
 0
 06 Jun 17, 04:10 PM

রেলের উন্নয়নে ভারতের পাশে থাকার মনোভাব ব্যক্ত করল চীন ।।  

রেলের উন্নয়নে ভারতের পাশে থাকার মনোভাব ব্যক্ত করল চীন ।।   

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি রেলের উন্নয়নে অন্যান্য দেশের থেকে অনেক বেশি মনযোগ দিয়েছে চীন। ভারত যদি চীনের সঙ্গে সহায়তা করার মানসিকতা নিয়ে চলে তাহলে দেশটির রেলের উন্নয়ন দ্রুত সম্ভব। গত এক দশকে চীন একটি নতুন হাই স্পিড নেটওয়ার্ক তৈরি করেছে,যা পশ্চিমি দেশগুলোকে পেছনে ফেলে দিতে সক্ষম।

আরো জানা যায়,শুধু পরিবহণ ক্ষেত্রেই নয়,তার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নও এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে উন্নত রেলব্যবস্থার হাত ধরে। এমন অবস্থায়,ভারত তার রেলব্যবস্থার উন্নয়ন চাইলে তাকে যে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে চলতে হবে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্র অনুযায়ী,বিশ্বে সবথেকে বড় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ভারতে,কিন্তু বারবার দুর্ঘটনার সম্মুখীন এই রেল। তাই তার উন্নয়নের জন্য বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখার ইঙ্গিতই যেন দিচ্ছে চীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন