News71.com
 International
 06 Jun 17, 04:05 PM
 186           
 0
 06 Jun 17, 04:05 PM

ছয় রাষ্ট্রের নাগরিকদের ১৪ দিনের মধ্যে কাতার ছাড়ার নির্দেশ।।  

ছয় রাষ্ট্রের নাগরিকদের ১৪ দিনের মধ্যে কাতার ছাড়ার নির্দেশ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় রাষ্ট্র সৌদি আরব,মিসর,বাহরাইন,আরব আমিরাত,লিবিয়া এবং ইয়েমেনের নাগরিকদের ১৪ দিনের মধ্যে কাতার ছাড়তে বলা হয়েছে। একই সঙ্গে কাতারিদেরও একই সময়ের মধ্যে এসব দেশ ছেড়ে যেতে বলা হয়েছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে,কাতারে এক লাখ আশি হাজার মিসরীয় নাগরিক বাস করছে। এদের মধ্যে বেশিরভাগ নির্মাণ শিল্পের পাশাপাশি প্রকৌশলী, চিকিৎসক এবং আইন পেশায় কর্মরত। এই বিশাল কর্মী কাতার ছেড়ে চলে গেলে কঠিন সমস্যার মধ্যে পড়বে মাত্র ২৭ লাখ মানুষের বসবাস আরব উপদ্বীপের উত্তর-পূর্বে অবস্থিত এই ছোট রাষ্ট্রে।

এই ছয় দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের কারণে সীমান্ত বন্ধ হলে খাদ্যদ্রব্যের মত নির্মাণ উপকরণের দাম বৃদ্ধি পাবে এবং কাজ সময়মত শেষ করা কঠিন হবে। দীর্ঘ সময়ের জন্য আকাশপথ এবং স্থলপথ বন্ধ হলে বিশ্বকাপ প্রস্তুতির সময়সীমাও হুমকির মুখে পড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন