News71.com
 International
 06 Jun 17, 03:53 PM
 209           
 0
 06 Jun 17, 03:53 PM

টেক জায়ান্ট অ্যাপল বাজারে আনছে 'হোমপড' নামের হোম স্পিকার.....  

টেক জায়ান্ট অ্যাপল বাজারে আনছে 'হোমপড' নামের হোম স্পিকার.....   

প্রযুক্তি ডেস্কঃ অ্যাপলের সবচেয়ে আলোচিত ঘোষণাটি হলো সিরি-পাওয়ারড হোম স্পিকার। অ্যাপলের সবচেয়ে নতুন পণ্যটির নাম হোমপড। বাড়িতে গান শোনার জন্য এটা একেকারে নতুন অভিজ্ঞতা দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারবিহীন এই স্পিকার থেকে উন্নত শব্দ বেরিয়ে আসবে বলে কথা দিয়েছে নির্মাতা। স্পিকারটি যেখানে রাখবেন তার পরিবেশ বোঝার চেষ্টা করবে এটি। রুমের পরিবেশ অনুভব করে সেই অনুযায়ী ভলিউম ঠিকঠাক করে নেবে নিজেই। অ্যাপল মিউজিকের সঙ্গে কাজ করবে এই হোমপ্যাড। কাজেই মিউজিক স্ট্রিমিং সার্ভিসে সাবস্ক্রিপশন থাকতে হবে। অ্যাপল বলছে,এই হোমপড কারো সঙ্গীত বিষয়ে ব্যক্তিগত রুচি নিয়ে রীতিমতো গবেষণা চালাবে। সেই সঙ্গে নতুন নতুন গান আবিষ্কারেও সহায়তার হাত বাড়িয়ে দেবে।

স্পিকারের আকার অনেকটা সিলিন্ডারের মতো। উচ্চতায় হবে ৭ ইঞ্চির মতো। গভীর ও পরিষ্কার বেস মিউজিকের জন্য এর ডিজাইন করেছে অ্যাপল। খাঁটি হাই ফ্রিকোয়েন্সি অ্যাকোয়াস্টিকে রয়েছে ডিরেকশনাল কন্ট্রোল। অ্যাপলের এ৮ চিপ ব্যবহৃত হয়েছে হোমপড-এ। তবে এত দ্রুত বাজারে মিলছে না। ডিসেম্বর থেকে ব্রিটেন আর আমেরিকার বাজারে সহজলভ্য হবে। সাদা ও ধুসর রংয়ে পাওয়া যাবে। দাম পড়বে ৩৪৯ ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন