News71.com
 International
 06 Jun 17, 03:47 PM
 206           
 0
 06 Jun 17, 03:47 PM

আমেরিকান অ্যাটর্নি এরিক কন ৪৮০০ কোটি টাকা নিয়ে উধাও।।  

আমেরিকান অ্যাটর্নি এরিক কন ৪৮০০ কোটি টাকা নিয়ে উধাও।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ৪৮০০ কোটি টাকা নিয়ে পালালেন এরিক কন নামের আমেরিকার কেন্টাকির সাবেক অ্যাটর্নি। দেশটির প্রাদেশিক গোয়েন্দা সংস্থা (এফবিআই) জানিয়েছে,আগামী ১৪ জুলাই সরকারের সঙ্গে প্রতারণার জন্য তাকে শাস্তি দেয়া হবে। সুত্র জানায়,গত মার্চ মাসে প্রাদেশিক সরকারের অর্থ নিয়ে পালান এরিক কন। তার বিরুদ্ধে এক বিচারককে ঘুষ দেয়ার অভিযোগও আনা হয়েছে।

এরিক কনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে এরিক কনের অবস্থান নিয়ে এখনো নিশ্চিত নন এফবিআই। সংস্থাটির জেনারেল কাউন্সেল ডেভিড হ্যাবিচ এ তথ্য জানিয়েছেন। এরিক কনের অফিসের কর্মকর্তারা জানিয়েছেন,তার কিউবায় পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন