
আন্তর্জাতিক ডেস্কঃ ছুটি ও বোনাস দাবি করায় ক্যামেরুনে প্রায় ৩০ সেনাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সৈন্যরা নাইজেরিয়ার জিহাদি সংগঠন বোকো হারামের সঙ্গে লড়াই করছে। গতকাল সোমবার রাষ্ট্রীয় বেতারে এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়,এই সেনারা গত রবিবার জাতীয় এক নম্বর রুটে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। তারা অবিলম্বে ছুটি দেয়ার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সঙ্গে সঙ্গতি রেখে আন্তর্জাতিক সৈন্যদের’বোনাস প্রদানের দাবি জানায়। এসময় মন্ত্রণালয় আরো জানায়,এই সেনাদের উত্তর প্রান্তের জিগুয়ে এলাকা থেকে রাজধানী ইয়াঙ্গদেতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একটি বিচারিক তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।