News71.com
 International
 06 Jun 17, 03:43 PM
 212           
 0
 06 Jun 17, 03:43 PM

আফগানিস্তানের কাবুলে কূটনৈতিক পাড়ার হামলায় নিহত বেড়ে ১৫০।।  

আফগানিস্তানের কাবুলে কূটনৈতিক পাড়ার হামলায় নিহত বেড়ে ১৫০।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ার কাছে ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহতর সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার (৬ জুন) কাবুলে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে মতবিনিময়ের সময় দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি এ তথ্য জানান। ২০০১ সালে তালেবান উৎখাতের পর আফগানিস্তানের রাজধানীতে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা বলেও জানান প্রেসিডেন্ট গনি।

তিনি বলেন,ওই হামলায় আমরাই একমাত্র লক্ষ্য ছিলাম না,সমগ্র কূটনৈতিক সম্প্রদায় লক্ষ্য ছিল। এর আগে হামলার ঘটনায় ৯০ জনের মৃত্যু ও ৪৬০ জনেরও বেশি মানুষের আহত হওয়ার খবর জানায় যায়। আজ মঙ্গলবার তা বেড়ে ১৫০ এ দাঁড়িয়েছে। নিহত সবাই আফগান নাগরিক।

গত বুধবার (৩১ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কাবুলের কূটনৈতিক এলাকায় কর্মব্যস্ততার শুরুতেই বোমা হামলা চালানো হয়। এতে প্রাথমিক ৮০ জন নিহতের খবর জানানো হয়। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলমিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন