
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে হামলাকারী তিনজনের মধ্যে দু’জনের ছবিসহ পরিচয় প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। এদের একজনের নাম খুররম বাট (২৭),অপরজনের নাম রচিদ রেদোয়ানে (৩০)। খবরে বলা হয়,গতকাল সোমবার (৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় দু’জনের ছবিসহ এ পরিচিত প্রকাশ করে পুলিশ। এদের মধ্যে পুলিশের গুলিতে নিহত হামলাকারীর ঘটনাস্থলে পড়ে থাকার ছবি সংবাদমাধ্যমে প্রচার হলে খুররমের প্রতিবেশীরা তাকে শনাক্ত করেন। তদন্তে জানা যায় রচিদেরও পরিচয়।
উল্লেখ্য,গত শনিবার (৩ জুন) রাতে লন্ডন ব্রিজ ও পার্শ্ববর্তী বোরো মার্কেটে হামলা চালায় তিন সন্ত্রাসী। এতে ৭ জন নিহত ও কমপক্ষে ৪৮ জন আহত হন। এ সময় পুলিশের গুলিতে খুররম ও রচিদসহ তিন হামলাকারী নিহত হয়। অপর হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি।