
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে আল জাজিরার সম্প্রচারের লাইসেন্স বাতিল করে কাতারভিত্তিক এই সংবাদ মাধ্যমটির কার্যালয় বন্ধের প্রক্রিয়া শুরু করেছে সৌদি সরকার। কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর দেশেটির সংবাদ মাধ্যমটির বিরুদ্ধেও এমন সিদ্ধান্ত নিয়ে আল জাজিরায় কর্মরত সৌদি সাংবাদিকদেরও বাড়ি ফেরার নির্দেশ দিয়েছে সৌদি সরকার।
সুত্র জানিয়েছে,সৌদির রাজধানী রিয়াদে আরব ইসলামি আমেরিকান সম্মেলনের এক সপ্তাহের মাথায় দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আসে। ইরানের সঙ্গে সম্পর্ক সহজ করতে চান বলে কাতারের আমিরের একটি বক্তব্য প্রচার করে দেশটির একটি সংবাদ সংস্থা। এরপর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি বলেন,যে সংবাদ সংস্থায় বক্তব্য প্রচার করা হয়েছে তা হ্যাক হয়েছিল। তবে এ বক্তব্যের পরেও সৌদি,আমিরাত এবং বাহরাই মনে করে ইরানের সঙ্গে সত্যিই কাতারের আমির সম্পর্ক সহজ করতে চান। প্রসঙ্গত,ইরানের সঙ্গে আরব দেশগুলোর বৈরিতা চলছে। বিশেষ করে আঞ্চলিক বিভিন্ন দ্বন্দ্বের কারণে সৌদি আরবের সঙ্গে দেশটির বিরোধ চলছে।