
আন্তর্জাতিক ডেস্কঃ আকাতারের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিকসহ জল,আকাশ এবং ভূমি সীমা সম্পর্ক ছিন্ন করার পর দেশটি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা সৌদির সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। সুত্র এখবর জানায়,আজ সোমবার থেকে সৌদি আরব থেকে দোহার সকল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স। সৌদিয়ার বরাত দিয়ে সুত্র জানায়,কাতারগামী অথবা সৌদি আরবগামী সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের গন্তব্য পরিবর্তন অথবা কোন ধরণের চার্জ ছাড়াই টিকেট রিফান্ড করে নিতে বলা হয়েছে।