
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় মাতাল হয়ে ৯ জনকে গুলি করে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভের শহরের রেডকিনো এলাকায় একটি কটেজ থেকে ৫ পুরুষ ও ৪ মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজন নারীর দেহ গাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়। সন্দেহভাজন একজন ইলেকট্রিশিয়ান। প্রতিবেদনে বলা হয়,সন্দেহভাজন ওই ব্যক্তি মাতাল অবস্থায় একটি পার্টিতে প্রবেশ করে গুলি করে হত্যা করে সবাইকে। এক তরুণী কম্বলের নিচে লুকিয়ে নিজের জীবন রক্ষা করে এবং পরবর্তীতে পুলিশকে ফোন করে অবহিত করে।
সাইগা সেমি অটোমেটিক রাইফেল দিয়ে সরাসরি গুলি করে হত্যা করা হয় ৯ জনকে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম সের্গেই ইয়েগোরভ,সে অপরাধ স্বীকার করেছে। সুত্র জানিয়েছে,হামলাকারী অতিথিদের কাছে দাবি করেছিল সে রাশিয়ান সেনাবাহিনীতে প্যারাট্রুপার হিসেবে দায়িত্ব পালন করেছে। কিন্তু কিছু অতিথি তার দাবি অস্বীকার করলে ক্ষেপে গিয়ে বাড়ি থেকে বন্দুক নিয়ে এসে গুলি করে ৯ জনকে হত্যা করে। কটেজের অতিথিরা হামলাকারীর পরিচিত ছিল। নিহতদের মধ্যে ৯২ বছর বয়সী কটেজের মালিকও রয়েছে।