
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যকে স্বাগত জানিয়েছে চীন। আজ সোমবার চীনের পক্ষ থেকে এক বিবৃতিতে মোদির মন্তব্যকে স্বাগত জানানো হয়েছে। রাশিয়ায় গিয়ে মোদি বলেছিলেন,সীমান্তে অশান্তি থাকা সত্ত্বেও ভারত কোনোদিন একটা বুলেট চালায়নি। এদিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন,আমরা মোদির ইতিবাচক মন্তব্যকে স্বাগত জানাচ্ছি।
মোদি বলেছিলেন,বিশ্ব ক্রমশ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। সীমান্ত নিয়ে সমস্যা থাকা সত্ত্বেও ভারত ও চীনকেও একে অপরের সঙ্গে বাণিজ্য করতে হবে। তিনি আরও বলেন,ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা রয়েছে কিন্তু গত ৪০ বছরে আমরা একটাই বুলেট চালাইনি। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হুয়া বলেন,ভারত ও চীন উভয়েই শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখে। প্রত্যেকবার মুখোমুখি বৈঠক হলেই এই ইস্যুতে আলোচনা হয়। এটি একটি কূটনৈতিক সুসম্পর্কে বলেও উল্লেখ করেন তিনি।