
আন্তর্জাতিক ডেস্কঃ একদিকে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান গুলিবিনিময় হচ্ছে,অন্যদিকে দু দেশের ক্রিকেট খেলা হচ্ছে। এ কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলছে ভারতের খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু ভারতবাসী। বলার অপেক্ষা রাখে না,নিশানায় বিসিসিআই। এরই জের ধরে গতকাল রবিবার এজবাস্টনে ইন্দো-পাক ম্যাচ চলাকালীনই মোদির রাজ্য গুজরাটের রাজকোটে প্রতিবাদে পাকিস্তান ক্রিকেটার ও নওয়াজ শরিফের পোস্টার পোড়ান কংগ্রেস কর্মীরা।
রাজকোট পুরনিগমের বিরোধী দলনেতা ভাশ্রম সাগাঠিয়া-সহ বহু কংগ্রেসকর্মী শহরের মাভড়ি চকে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এবং ভরদুপুরে রাস্তায় দাঁড়িয়ে পোস্টার পুড়িয়ে ম্যাচ নিয়ে প্রতিবাদ দেখান। শুধু নওয়াজ শরিফ বা পাক ক্রিকেটাররাই নয়,পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসকর্মীরা।
এ ব্যাপারে সাগাঠিয়া জানান,পাক সেনা আমাদের সেনাদের মুণ্ডচ্ছেদ করেছিল। ভারতীয় ক্রিকেটাররা সেসব ভুলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে চলে গেল। কিন্তু আমরা তা ভুলিনি। দেশ ভুলেনি। অন্যদিকে,নির্বাচনী প্রচারে এসে মোদি আশ্বাস দিয়েছিলেন,এক ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের জবাবে ১০ পাক সেনার মুণ্ডচ্ছেদ করা হবে। এবার কোথায় গেলেন প্রধানমন্ত্রী আর কোথায় গেল আশ্বাস? এই প্রতিবাদ কর্মসূচি হয় ঠিক ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে। এই নিয়ে দ্বিতীয় দিন রাজকোটে বিক্ষোভ দেখালেন কংগ্রেসকর্মীরা। গত শনিবারও তারা জেলা পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ দেখান।