
আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব,মিশর,বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। আজ সোমবার এ সিদ্ধান্তের কথা জানা গেছে। সুত্র আজ বিষয়টি জানিয়েছে। সম্পর্ক বিচ্ছিন্ন করা দেশগুলোর দাবি,মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে কাতার। এরইমধ্যে কাতারের সঙ্গে জল,স্থল ও আকাশসীমা-সবদিক দিয়েই সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে সৌদি আরব। সুত্র আরও জানায়,সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের কাছ থেকে দেশকে নিরাপদ রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।