
নিউজ ডেস্কঃ দাবদাহে ওমানে এ পর্যন্ত ছয় বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনই বাংলাদেশের। বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। গত আট বছরের মধ্যে এ বছরের রমজানে ওমানে তাপমাত্রা সবচেয়ে বেশি। সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ওমানে। ১৫ ঘণ্টা রোজা রেখে তীব্র রোদে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন শ্রমিকরা। গত বছরেও ওমানে দাবদাহে অসুস্থ হয়ে নয়জন শ্রমিকের মৃত্যু হয়।