News71.com
 International
 05 Jun 17, 03:30 PM
 184           
 0
 05 Jun 17, 03:30 PM

ভারতের ওড়িশায় মাওবাদী হামলায় সেনা নিহত।।  

ভারতের ওড়িশায় মাওবাদী হামলায় সেনা নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ফের মাওবাদী হামলায় নিহত হলেন পুলিশ জওয়ান৷ এবারের ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশায়৷ ঘটনায় আহত আরও ১০ জন জওয়ান৷ তাঁদের স্থানীয় এক হাসপাতালে ভরতি করা হয়েছে৷ কয়েকজনের অবস্থা গুরুতর বলে সেনা সূত্রে খবর পাওয়া গেছে৷ আজ সোমবার সকালে কান্ধামাল জেলার খমঙ্কল জঙ্গলে অভিযান শেষ করে সেনা ক্যাম্পে ফিরছিলেন জওয়ানরা৷সেই সময় মাওবাদীদের সশস্ত্র একটি দল হামলা চালায়৷ ঘটনাস্থলেই এক জওয়ানের মৃত্যু হয়৷

একই সঙ্গে গুরুতর আহত হন আরও তিন জওয়ান৷ আহতদের প্রথমে বালিগুড়া হাসপাতালে ভরতি করা হয়৷পরে বেহরামপুরের এমকেসিজি হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে৷ ঘটনার পর তল্লাশি অভিযান আরও জোরদার শুরু হয়েছে বলে জানিয়েছেন কান্ধামাল জেলার পুলিশ সুপার পিনাকী মিশ্র৷ নিহত জওয়ানের নাম লক্ষ্মীকান্ত জানি বলে জানা গিয়েছে৷ পাশাপাশি আহত তিন জওয়ানের মধ্যে রয়েছে এইচএন তামাং,এস ওরেঞ্জ এবং গাড়ির চালক নিরাঞ্জন বেহারা৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন