News71.com
 International
 05 Jun 17, 12:30 PM
 195           
 0
 05 Jun 17, 12:30 PM

ফিলিপাইনে ১হাজার ২শ’ আইএস সদস্য সক্রিয়।।

ফিলিপাইনে ১হাজার ২শ’ আইএস সদস্য সক্রিয়।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে বর্তমানে এক হাজার দুই শ’ আইএস (ইসলামিক স্টেট) সদস্য সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ান প্রতিরক্ষামন্ত্রী রায়ামির্জাড রায়াচুদু। গতকাল রোবিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন,ফিলিপাইনে বর্তমানে কমপক্ষে ১২শ’ আইএস সদস্য সক্রিয় রয়েছে,তাদের মধ্যে ৪০ জন ইন্দোনেশীয় রয়েছে। এসময় তিনি আইএস দমনে এশিয়ান আঞ্চলিক শক্তির সবটুকু কাজে লাগানোর আহবান জানান।

এছাড়া,সংলাপে এশিয় অঞ্চলে সন্ত্রাসের উচ্চমাত্রার হুমকি নিয়ে আলোচনা করা হয়। কারণ ইরাক ও সিরিয়া থেকে বিতারিত বহু আইএস সদস্য বর্তমানে এই এলাকায় অবস্থান করছে। উল্লেখ্য,তিন দিন ব্যাপী সম্মেলনে ফিলিপাইনের আইএসের হামলার বিষয় ছিলো গুরুত্বপূর্ণ একটি ইস্যু। সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম মার্টিস উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন