News71.com
 International
 05 Jun 17, 01:38 AM
 185           
 0
 05 Jun 17, 01:38 AM

পাকিস্তান ভারতকে লক্ষ করে একটি গুলি ছুড়লে ভারতীয় সেনাও গুলির হিসাব রাখবে না।। রাজনাথ সিং

পাকিস্তান ভারতকে লক্ষ করে একটি গুলি ছুড়লে ভারতীয় সেনাও গুলির হিসাব রাখবে না।। রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান যদি একটিও গুলি চালায়,তাহলে ভারতীয় সেনাও পাল্টা গুলি চালাবে৷ এবং ভারতীয় জওয়ানরা গুলির সংখ্যা গুনবেন না৷ যত খুশি তত গুলি ছুড়বেন পাকিস্তানকে ঠান্ডা করতে৷ গতকাল রবিবার এই ভাষাতেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ বারবার কাশ্মীরে হিংসা ছড়ানোর প্রবণতা থেকে ইসলামাবাদকে বিরত থাকার পক্ষে সওয়াল করলেন রাজনাথ৷ গতকাল রাখঢাক না রেখে ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,জম্মু ও কাশ্মীরে লাগাতার অশান্তি ছড়াচ্ছে পাকিস্তান৷ কিন্তু তাদের এই অভ্যাস আর বেশিদিন চলবে না। এদিন হিমাচল প্রদেশে এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই কথা বলেন রাজনাথ। সভা থেকে পাকিস্তানকে সতর্ক করে বলেন,পাকিস্তান যদি একটিও গুলি ছোড়ে,তাহলে ভারতীয় সেনাও গুলির কোনো হিসাব রাখবে না। তাঁদের তেমনই নির্দেশ দেওয়া হয়েছে,স্বাধীনতা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ৷

গতকালই জম্মু-শ্রীনগর হাইওয়ের কাছে সেনার কনভয়ে পাক জঙ্গিদের হামলায় দুই জওয়ান শহিদ হয়েছেন৷ পাক মদতপুষ্ট জঙ্গিরা পবিত্র রমজান মাসে ভারতে বড়সড় নাশকতা চালাতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন