News71.com
 International
 04 Jun 17, 09:14 PM
 181           
 0
 04 Jun 17, 09:14 PM

ভারতের লোকসভায় মাত্র ৫ সাংসদের হাজির ১০০ শতাংশ, কংগ্রেসনেত্রী সোনিয়ার উপস্থিতি রাহুলের চেয়ে বেশি

ভারতের লোকসভায় মাত্র ৫ সাংসদের হাজির ১০০ শতাংশ, কংগ্রেসনেত্রী সোনিয়ার উপস্থিতি রাহুলের চেয়ে বেশি

আন্তর্জাতিক ডেস্ক : গত তিন বছরে লোকসভায় ৫৪৫ জন সাংসদের মধ্যে মাত্র ৫ জনের হাজিরা ১০০ শতাংশ। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর চেয়ে তাঁর মা তথা কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর উপস্থিতির হার বেশি। সাংসদদের হাজিরার তথ্য রাখা একটি সংস্থা এমনই জানিয়েছে। উত্তরপ্রদেশের বান্দার সাংসদ ভৈঁরো প্রসাদ মিশ্র ১,৪৬৮টি বিতর্ক ও আলোচনায় যোগ দিয়েছেন। এক্ষেত্রে সাংসদদের মধ্যে তিনিই শীর্ষে। লোকসভায় ভৈঁরোর হাজিরাও ১০০ শতাংশ।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২২ সাংসদ লোকসভার অধিবেশনের অর্ধেক সময় হাজির ছিলেন। বেশ কিছুদিন অসুস্থ থাকা সত্ত্বেও সনিয়ার হাজিরা ৫৯ শতাংশ। সেখানে রাহুলের হাজিরা ৫৪ শতাংশ। গত তিন বছরে সনিয়া লোকসভায় পাঁচ বার বিতর্কে যোগ দিয়েছেন। এক্ষেত্রে অবশ্য এগিয়ে রাহুল। তিনি ১১ বার বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং কয়েকজন মন্ত্রীর হাজিরা সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। কারণ, তাঁদের সংসদের হাজিরা খাতায় সই করা বাধ্যতামূলক নয়।

কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি ও মল্লিকার্জুন খাড়গের হাজিরা যথাক্রমে ৯১ ও ৯২ শতাংশ। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাজিরা ৮০ শতাংশ। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদবের হাজিরা ৭৯ শতাংশ। অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পলের হাজিরা ৩৫ শতাংশ। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহর হাজিরা মাত্র ৬ শতাংশ। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির হাজিরা ৩৫ শতাংশ। তৃণমূল সাংসদ মুনমুন সেন ও শত্রুঘ্ন সিনহার হাজিরা ৭০ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন