আন্তর্জাতিক ডেস্কঃ আরব সাগরে প্লাবিত বার্জ থেকে ২৭ জন নৌ-কর্মীকে উদ্ধার করল ভারতের উপকূলরক্ষী বাহিনী। কর্ণাটকের উপকূলে বেঙ্গালুরুর কাছে উল্লালে এই বিপত্তি ঘটে। গতকাল শনিবার চারজনকে উদ্ধার করা হয়। বাদবাকিদের বাঁচানো হয় আজ রবিবার ভোরে। বেঙ্গালুরুর পুরানো বন্দর থেকে চার কিলোমিটার দূরত্বে ড্রেজিংয়ের কাজে মোতায়েন ছিল বার্জটি। গতকাল শনিবার বিকেল চারটে-সাড়ে চারটে নাগাদ এই বিপত্তি ঘটে। বিকেল পৌনে পাঁচটা নাগাদ নিউ মেঙ্গালুরু পোর্ট ট্রাস্ট অথরিটির কাছ থেকে প্রথম ফোন পায় উপকূলরক্ষী বাহিনী। খবর পাওয়া মাত্র উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘আইসিজিএস অমর্ত্য’ উদ্ধারকাজে নামে।
কিন্তু রাতে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় চারজনের বেশি কাউকে আর উদ্ধার করে আনা সম্ভব হয়নি। আজ রবিবার ভোরের আলো ফোটার আগেই আবার শুরু হয় উদ্ধার অভিযান। অতঃপর,বাকিদেরও তুলে আনা সম্ভব হয়। আইসিজিএস অমর্ত্য’ছাড়াও উপকূলরক্ষী বাহিনীর হোভারক্রাফট বা উভচরযান এসিভি এইচ-196-ও উদ্ধারকাজে নেমেছিল। দরকারে যাতে কাজে লাগে তার জন্য‘আইসিজিএস রাজদূত’কেও তৈরি থাকতে বলা হয়।