আন্তর্জাতিক ডেস্কঃ বুলগেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মিনিবাস দুর্ঘটনায় আফগানিস্তান ও পাকিস্তানের নয় অভিবাসী নিহত ও অপর নয়জন আহত হয়েছেন। আজ রবিবার তুরস্ক ও গ্রীক সীমান্তের কাছে পাজারদজিকের কাছের একটি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৬ বছর বয়সী এক বুলগেরিয়ান কিশোর মিনিবাসটি চালাচ্ছিল। তার ড্রাইভিং লাইসেন্স ছিল না। এই দুর্ঘটনায় সেও নিহত হয়েছে। পুলিশ জানায়,অভিবাসীদের সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না। তবে এই ঘটনায় জীবিতরা জানিয়েছেন,তারা পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক।