News71.com
 International
 04 Jun 17, 07:49 PM
 194           
 0
 04 Jun 17, 07:49 PM

লন্ডন ব্রিজের হামলার ঘটনায় গ্রেফতার ১২।।  

লন্ডন ব্রিজের হামলার ঘটনায় গ্রেফতার ১২।।   

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডন ব্রিজের হামলার পর ১৪ ঘন্টার মধ্যে ১২ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে। ইষ্ট লন্ডনের বার্কিং এলাকার একটি ফ্ল্যাট থেকে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। অভিযানকৃত ফ্ল্যাটটি মূলত ৩ জন হামলাকারীর একজনের,যে ইতিমধ্যেই নিহত হয়েছে পুলিশের গুলিতে। উল্লেখ্য, ইষ্ট লন্ডনওে বার্কিং এলাকায় বিপুল সংখ্যক পাকিস্তানি ও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিদের বসবাস।

ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে এক ক্ষুদ্ব প্রতিক্রিয়ায় জানান,সহ্যের সীমা ছাড়িয়ে গেছে এটা বলার কয়েক ঘন্টার মধ্যেই এই অভিযানের খবর সংবাদমাধ্যমে এসেছে। ব্রিটেনের জাতীয় নির্বাচনের মাত্র ৫দিন আগে এই হামলার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে পুরো লন্ডনে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন