আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনে সন্ত্রাসী হামলার পরও পূর্ন নির্ধারিত ৮ জুনই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করে জানিয়েছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। আজ রবিবার ১০ নম্বর ডাইনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে তিনি আরও বলেন,সন্ত্রাসী হামলা কখনও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে না। এর আগে,গতকাল শনিবার রাতে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরি নিয়ে হামলায় অন্তত ৭ জন নিহত হয়। এছাড়া পুলিশের গুলিতে ৩ সন্দেহভাজন হামলাকারী নিহত হয়।
নির্বাচনের চারদিন আগে এ হামলার পর টোরি,লেবার পার্টি এবং লিব ডেম নেতারা আজ রবিবার সকালে নির্বাচনী প্রচার স্থগিত করার ঘোষণা দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু মে তার ঘোষণায় জানিয়ে দিয়েছেন,হামলা সত্ত্বেও আগামী ৮ জুনই নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল সোমবার থেকে পূর্ণ নির্বাচনী প্রচারও শুরু হবে।