News71.com
 International
 04 Jun 17, 07:26 PM
 168           
 0
 04 Jun 17, 07:26 PM

কাশ্মিরে চলমান অস্থিরতার জন্য সরকারকে দুষলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী  

কাশ্মিরে চলমান অস্থিরতার জন্য সরকারকে দুষলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী   

আন্তর্জাতিক ডেস্কঃ গত কয়েক মাস ধরে ভারতের কাশ্মিরে চলমান অস্থিরতার জন্য কেন্দ্রের এনডিএ সরকারকেই দায়ী করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সহ-সভাপতির অভিযোগ,কেন্দ্রর মিসহ্যান্ডলিং’এর জন্যই কাশ্মির সমস্যার সমাধান হচ্ছে না। উপত্যকায় শান্তি ফিরছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যে দাবি করেছেন তাও ফাঁকা আওয়াজ বলে মন্তব্য করেছেন রাহুল।

আজ রবিবার চেন্নাইতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন,৬ থেকে ৭ মাস আগেই প্রতিরক্ষামন্ত্রী আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি তাঁকে বলেছিলাম যে,তারা (কেন্দ্রীয় সরকার) কাশ্মিরকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা কাশ্মিরে আগুন জ্বালাতে চাইছে। তখন অরুন জেটলি আমায় জানান,কাশ্মির এখন শান্তিপূর্ণ। ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মিরকে সম্পূর্ণভাবে মিসহ্যান্ডলিং (অসাবধানভাবে ব্যবহার) করছে। রাহুলের অভিমত,এনডিএ সরকার তাদের অযোগ্যতা দ্বারা দেশে সমস্যা তৈরি করছে এবং কাশ্মিরকে রাজনৈতিক সম্পদ হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি বলেন,কাশ্মির হল ভারতের শক্তি,কিন্তু কেন্দ্রের মোদি সরকার কাশ্মিরকে ভারতের দুর্বলতা হিসাবে তৈরি করছে।

কেন্দ্রীয় সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে গতকালই দিল্লিতে সংবাদ সম্মেলন করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আশ্বস্ত করে বলেছিলেন,জম্মু-কাশ্মীরে পাকিস্তান মদদপুষ্ট জঙ্গি ও সন্ত্রাসবাদ খতম করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করা হবে। রাজনাথের সেই মন্তব্যের পরই রাহুলের এই মন্তব্য। বর্তমানে কাশ্মিরে বিজেপি-পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)’এর জোট সরকার চলছে। কিন্তু গত কয়েক মাস ধরে উপত্যকায় চলমান অস্থিরতা সহিংসতা মেটানোর চেষ্টা না করে একপক্ষ আরেক পক্ষকে দায়ী করছে। পুলিশ ও নিরাপত্তা এজেন্সিগুলির অভিযোগ শীর্ষস্তরে এই বোঝাপড়ার অভাবে পুরো উপত্যকার নিরাপত্তা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন