আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনে সন্ত্রাসী হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তারা যুক্তরাজ্যের পাশে থাকার দৃঢ় আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের মাত্র চারদিন আগে গতকাল শনিবারের এই হামলায় অন্তত সাতজন নিহত ও ৩০ জন আহতের খবর দিয়েছে সুত্র।
ঘটনার পরপরই এক টুইট বার্তায় হামলার তীব্র নিন্দা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লন্ডন ও যুক্তরাজ্যের জন্য যা করা প্রয়োজন যুক্তরাষ্ট্র তা করতে প্রস্তুত। আমরা তোমাদের সাথে আছি, ঈশ্বর সহায় হোন,এক টুইটে বলেন ট্রাম্প। এই সুযোগে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ছয় মুসলিম দেশের ওপর জারি করা ভ্রমন নিষেধাজ্ঞার পক্ষে নিজের অবস্থানের কথা ফের উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আদালত এই নিষেধাজ্ঞা কার্যকর স্থগিত করলেও শেষ পর্যন্ত ত তার পক্ষেই রায় দেবে বলে আশাবাদও ব্যক্ত করেন তিনি।