আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যঙ্গ-বিদ্রুপ অব্যাহত রাখবেন টেলিভিশন স্টার ক্যাথি গ্রিফিন। তিনি অভিযোগ করেছেন,ট্রাম্পের কারণেই তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সিএনএন। ট্রাম্প তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প।ধারাবাহিক হত্যার হুমকি'সত্ত্বেও অ্যামি অ্যাওয়ার্ড জয়ী এই শিল্পী বলেছেন,মার্কিন প্রেসিডেন্টকে একটুও ভয় পান না। ট্রাম্পকে নিপীড়ক আখ্যা দিয়েছেন ওই কমেডিয়ান। অঙ্গীকার করেছেন,নিজের মত প্রকাশের স্বাধীনতায় সোচ্চার থাকবেন তিনি।
গত মঙ্গলবার টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কল্পিত কাটা মাথার এক ছবি পোস্ট করেন গ্রিফিন। ওই পোস্টকে ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক আর সমালোচনা। নিজের ভুল স্বীকার করে এ জন্য ক্ষমাও চান। তা সত্ত্বেও তিনি ট্রাম্পের রোষানল থেকে বের হতে পারছেন না বলে দাবি তার।আইনজীবী লিসা ব্লুমের মাধ্যমে গ্রিফিন অভিযোগ করেন,সব ধরনের বিরুদ্ধ মত দমনের চেষ্টা করছেন ট্রাম্প। বলেন,এ বার্তাটি পরিষ্কার : প্রেসিডেন্টের সমালোচনা করলেই আপনি চাকরি হারাবেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন,প্রেসিডেন্ট তার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আমাকে ধ্বংস করতে চাইছেন।
পঞ্চাশোর্ধ ওই কমেডিয়ানের আইনজীবী জানিয়েছেন,ট্রাম্প ও তাঁর পরিবারের ভূমিকায় গ্রিফিনের মর্যাদাহানি হয়েছে। অব্যাহত হত্যার হুমকি,চাকরি থেকে ছাঁটাই আর বহু ইভেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে ওই শিল্পীকে। আইনজীবী লিসা জানান,গ্রিফিনের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রতিনিয়ত হুমকি-সংবলিত চিঠি পাচ্ছেন।