News71.com
 International
 04 Jun 17, 03:42 PM
 190           
 0
 04 Jun 17, 03:42 PM

লন্ডন হামলায় এ পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত, ঘটনাস্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।।  

লন্ডন হামলায় এ পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত, ঘটনাস্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সাপ্তাহিক ছুটির দিনে সন্ত্রাসের শিকার হল শান্তির জনপদ খ্যাত ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহর । গত সপ্তাহের হামলার রেশ কাটতে না কাটতেই আজ সকালে আবারও সন্ত্রাসের বলি হল হামলাকারীসহ ৯ জন । আজ রবিবার (৪ জুন) বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর লন্ডন ব্রিজে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ছুটির রাতে লন্ডন ব্রিজের কাছে একই সঙ্গে দুই জায়গায় এই হামলা চালানোর খবর পাওয়া যায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে গেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে । ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ত্রাসের শিকার হওয়া লন্ডনের একাধিক স্থানের হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছেন তিনি। টেমস নদীর উপরে লন্ডন ব্রিজের উপরে নাশকতায় প্রাণ হারিয়েছেন একাধিক সাধারণ মানুষ।

লন্ডন শহরেই আরও দুই স্থানে ঘটেছে নাশকতার ঘটনা। সবকিছু সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেছেন,পুলিশ ও নিরাপত্তা কর্মীদের তথ্য অনুযায়ী আমরা একে সন্ত্রাসী হামলা বলতে পারি। খুব দ্রুতই এর তদন্ত চলছে। পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই। এদিকে এই বিষয়ে আজ সকালে প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে থেরেসা মে'র।

জানা গেছে,একটি ভ্যান ৫০ কিলোমিটার গতিতে ব্রিজে পথচারীদের ওপর আঘাত হানে। সেটি ব্রিজ থেকে দ্রুত বেগে দক্ষিণ দিকে যাচ্ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কয়েকজন হতাহত হন। একইসাথে নিকটবর্তী বোরো মার্কেটের ক্যাফেতে থাকা আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন,ব্রিজের দক্ষিণ দিকে বোরো মার্কেটে একজন মানুষ ছুরি নিয়ে প্রবেশ করেন এবং দুজনকে ছুরিকাঘাত করেন। এ সময় খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়।

ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই নির্বাচনের মাত্র চার দিন আগে এমন হামলার ঘটনা ঘটল। গত মাসে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২২ জন নিহত হন। পরে এ মর্মান্তিক আত্মঘাতী হামলার দায় স্বীকার করে নেয় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ ছাড়া গত মার্চে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে অধিবেশন চলাকালীন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যা নিয়ে পুরো বিশ্বে তোলপাড় লেগে যায়। ওই হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হন।

পুলিশের বরাত দিয়ে সুত্র জানিয়েছে,স্থানীয় সময় রাত ১০টার দিকে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে একটি ভ্যান চালিয়ে দেয় তিন হামলাকারী। এর পরপরই তারা নিকটবর্তী বোরো মার্কেট এলাকায় ছুরি হাতে সাধারণ মানুষের ওপর হামলা চালায়। সেখানে তিন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয় বলে ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান মার্ক রাউলি জানিয়েছেন। সবকিছু সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে রওনা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেছেন,পুলিশ ও নিরাপত্তা কর্মীদের তথ্য অনুযায়ী আমরা একে সন্ত্রাসী হামলা বলতে পারি। খুব দ্রুতই এর তদন্ত চলছে। পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই। এদিকে এই বিষয়ে আজ প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে থেরেসা মে'র।

অন্যদিকে লন্ডনের একাধিক স্থানে হামলার বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল সাইট ট্যুইটারে ট্রাম্প লিখেছেন,লন্ডন সহ সমগ্র যুক্তরাজ্যকে সাধ্যমতো সাহায্য করবে আমেরিকা। আমরা তোমাদের পাশে আছি। ঈশ্বর মঙ্গল করুন! অন্য একটি ট্যুইট বার্তায় ট্রাম্প বলেছেন,আমাদের আরও অনেক স্মার্ট,সজাগ এবং কড়া হতে হতে হবে। একটা বিচারালয় দরকার যা আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দেবে। নিরাপত্তার স্বার্থে দেশে পর্যটক প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন