আন্তর্জাতিক ডেস্কঃ চলতি মাসের শেষে ফের পশ্চিমবঙ্গ রাজ্যে সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আগামী ২৯ জুন কলকাতায় আসার কথা তাঁরা৷ এবারের সফরে তিনি বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। উপস্থিত থাকবেন প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানেও। তিনি মুর্শিদাবাদের একটি স্কুলের অনুষ্ঠানেও হাজির থাকবেন।
গত মাসে মুর্শিদাবাদের ওই স্কুলের অনুষ্ঠানে তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বাতিল হয়। সেই অনুষ্ঠানে যোগ দিতেই এবার তাঁর সফর বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ১ জুলাই প্রণবের দিল্লি ফিরে যাওয়ার কথা। রাষ্ট্রপতি হিসাবে এটাই তাঁর শেষ সরকারি সফর বলে অনেকেই মনে করছেন। কারণ,২৪ জুলাই রাষ্ট্রপতি হিসাবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে৷