News71.com
 International
 04 Jun 17, 12:41 PM
 170           
 0
 04 Jun 17, 12:41 PM

ইংল্যান্ডে ফের সন্ত্রাসী হামলা, লন্ডন ব্রিজে গাড়ি চলাচল বন্ধ।।

ইংল্যান্ডে ফের সন্ত্রাসী হামলা, লন্ডন ব্রিজে গাড়ি চলাচল বন্ধ।।

আন্তর্জাতিক ডেস্কঃ এবার লন্ডনে ফের হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে একটি ক্যাফের সামনে দু’জনকে ছুরিকাঘাত করা হয়েছে। লন্ডন পুলিশ একে সন্ত্রাসী ঘটনা বলছে। আজ রবিবার বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর লন্ডন ব্রিজে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে ঘটনায় নিহতের খবর পাওয়া যায়নি। গত মাসে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২২ জন নিহত হন। পরে এ মর্মান্তিক আত্মঘাতী হামলার দায় স্বীকার করে নেয় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গত মার্চে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে অধিবেশন চলাকালীন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যা নিয়ে পুরো বিশ্বে তোলপাড় লেগে যায়। ওই হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা বলেন,ব্রিজের দক্ষিণ দিকে বোরো মার্কেটে একজন মানুষ ছুরি নিয়ে প্রবেশ করেন এবং দু’জনকে ছুরিকাঘাত করেন। এ সময় খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়। এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে,ব্রিজ ও মার্কেটে পৃথক ঘটনা দু’টি পরস্পরের সঙ্গে যুক্ত ছিল না। এছাড়া বিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেনলন্ডনের ভয়ানক ঘটনাটি সম্ভাব্য সন্ত্রাসী কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে সরকারের শীর্ষ নিরাপত্তা পরমর্শকদের সঙ্গে জরুরি বৈঠকে ডেকেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন