News71.com
 International
 03 Jun 17, 11:00 PM
 197           
 0
 03 Jun 17, 11:00 PM

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করল চীন।।  

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করল চীন।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চীন সরকার ও জনগণ তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করেছে। আজ শনিবার চীনের এক সিনিয়র সামরিক কর্মকর্তা একথা জানান। ১৬তম শানগ্রি-লা সম্মেলনের উদ্বোধনী সেশনে দেয়া ভাষণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস তাইওয়ান ইস্যু নিয়ে কথা বলার পর চীন সরকার ও জনগণ যুক্তরাষ্ট্রের এ সমালোচনা করে। শুক্রবার সন্ধ্যায় এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় একাডেমি অব মিলিটারি সায়েন্স অব চাইনিজ পিপলস লিবারেশন আর্মির ভাইস প্রেসিডেন্ট লে. জেনারেল হি লি বলেন,তাইওয়ান ইস্যু নিয়ে কথা বলতে চাইলে,কেবলমাত্র তাইওয়ান রিলেশন অ্যাক্ট নিয়ে কথা বললে হবে না। বরং তাকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ত্রি-পক্ষীয় প্রজ্ঞাপন অনুযায়ী কথা বলতে হবে। তবেই তাইওয়ান ইস্যুর পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

হি লি বলেন,ম্যাটিস চীনের অর্থনৈতিক উন্নতিকে স্বাগত জানিয়ে বলেছেন, এশিয়া-প্রশান্ত মহাসাগীয় অঞ্চলে নিরাপত্তা বিষয় নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন,চীন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর এ বক্তব্যের প্রশংসা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন