আন্তর্জাতিক ডেস্কঃ চীন-ভারত সীমান্ত সমস্যা থাকা সত্ত্বেও কোনো রকম সামরিক লড়াই হয়নি, এমনকি গত চল্লিশ বছরে চীনের দিকে একটা বুলেটও ছোঁড়া হয়নি বলে মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ইন্টারন্যাশনাল ইকনমিক ফোরামে এ কথাই বলেন মোদি। আন্তর্জাতিক অর্থনৈতিক এই ফোরাম তার সঙ্গে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অষ্ট্রিয়া ও মলডোভার নেতারা।
দিন দিন পৃথিবীর সব দেশ নিজেদের মধ্যে যোগাযোগের পথ আরো বিস্তৃত করছে তার ফলে একে অন্যের ওপর ভরসা ও নির্ভরযোগ্যতাও বাড়ছে সেক্ষেত্রে ভারত ও চীনের ব্যবসায়িক সম্পর্কও টিকিয়ে রাখতে দুই দেশেরই নিজেদের মধ্যে সহযোগীতা ও সুসম্পর্ক রাখা খুবই জরুরী সে যতই সীমান্ত সমস্যা থকুক না কেন। এমনই জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড'প্রকল্পের বিরোধীতা ও দুই দেশের তীব্র মতানৈক্য নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ভারতের দৃষ্টিভঙ্গির কথা জানান। যদিও এর আগে চীনের ডাকা হাই প্রোফাইল কনফারেন্স বয়কট করে ভারত।