News71.com
 International
 03 Jun 17, 04:46 PM
 161           
 0
 03 Jun 17, 04:46 PM

ওডিশার চিত্রকোণ্ডায় পুলিশের গুলিতে মাওবাদী কমান্ডার নিহত।।

ওডিশার চিত্রকোণ্ডায় পুলিশের গুলিতে মাওবাদী কমান্ডার নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ওডিশার চিত্রকোণ্ডায় পুলিশ-মাওবাদী সংঘর্ষে মৃত্যু হলো মাও কমান্ডার চিন্নাবাইয়ের। মালকান গিরির পুলিশ সুপার মিত্রবন্ধু মহাপাত্র জানিয়েছেন,সংঘর্ষস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে ওডিশার কাপাটুটির জঙ্গলে অভিযান শুরু করে জেলা ভলেন্টিয়ারি ফোর্স। পুলিশের এই অভিজানে প্রতিরোধ গড়ে মাওবাদীরা। পাল্টা আক্রমণ করে পুলিশ। এই সংঘর্ষেই মৃত্যু হয় নকশাল কমান্ডারের। এখনও এলাকায় তল্লাশি চালাচ্ছে ফোর্স।

সম্প্রতি একমাস আগেই সুকমায় মাওবাদীদের হামলায় মৃত্যু হয়েছিল ২৫ জন সিআরপিএফ জওয়ান। সেই ঘটনার পর থেকে ছত্তিশগড় ও ওড়িশার বিভিন্ন জায়গায় দফায় দফায় মাওবাদী দমনের অভিযান চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন