আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ভারতীয় সেনা কনভয় জঙ্গি হানার কবলে পড়েছে৷ এখনও পর্যন্ত ভারতীয় বাহিনীর দুই সেনা জওয়ান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর জখম ছয় জওয়ান৷ শ্রীনগর-জম্মু হাইওয়েতে এ হামলার ঘটনা ঘটে। এতে আহতদের শ্রীনগরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাশ্মীরের অন্তনাগের কাজিগুন্দ এলাকায় ঘটেছে হামলার ঘটনাটি৷ এ ঘটনার জেরে আজ সকাল থেকেই উত্তপ্ত কাশ্মীর সীমান্ত৷
এছাড়া জম্মু-কাশ্মীরে পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য ফের গোলা গুলি ছোঁড়া শুরু করেছে পাক সেনা৷ গুলিবর্ষণের পাশাপাশি চলছে ৮২ মিলিমিটার ও ১২০ মিলিমিটারের মর্টার হানাও৷ গতকাল শুক্রবার রাত এগারোটা থেকে শুরু হয়েছে প্রবল গুলি বর্ষণ৷ এতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা।