News71.com
 International
 03 Jun 17, 01:38 PM
 188           
 0
 03 Jun 17, 01:38 PM

বিশ্বের চার পরাশক্তি বড় ধরনের মহড়ায়।।  

বিশ্বের চার পরাশক্তি বড় ধরনের মহড়ায়।।   

আন্তর্জাতিক ডেস্কঃ এবার বড় ধরনের মহড়ার জন্য প্রস্তুত চীন,ভারত,জাপান ও রাশিয়ার নৌবাহিনী। আগামী তিন মাস ধরে চলবে এই মহড়া। এতে রাশিয়ার পেসিফিক ফ্লিটও অংশ নেবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফরের মধ্যেই এমনটা ঘোষণা করল পেসিফিক ফ্লিটের মুখপাত্র।

এ ব্যাপারে রাশিয়ার ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট পেসিফিক ফ্লিটের মুখপাত্র ভ্লাদিমির মাতিয়েভ জানান,পেসিফিক ফ্লিট ট্রেনিং শুরু হচ্ছে। আর এতে অংশ নেবে মোট চারটি দেশ। এই যুদ্ধ মহড়ায় অংশ নেবে পেসিফিক ফ্লিট সাবমেরিন,কোস্ট গার্ড ও নাভাল অ্যাভিয়েশন।

জানা গেছে,যুদ্ধ জাহাজ ও সাপোর্ট ভেসেলও থাকবে এই মহড়ায়। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে,দেশটি এই গ্রীষ্মে মোট ২০টি মহড়ায় অংশ নিচ্ছে। অন্তত ১৫০টি যুদ্ধজাহাজ,৪০টি মেরিন ইউনিট ও ২৭টি ফ্লিট মহড়ায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত রাশিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন