News71.com
 International
 03 Jun 17, 01:09 PM
 195           
 0
 03 Jun 17, 01:09 PM

বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির তকমা হারিয়েছে ভারত, শীর্ষে চীন।।  

বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির তকমা হারিয়েছে ভারত, শীর্ষে চীন।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি চীনের তুলনায় ভারতে জিডিপি বৃদ্ধির হার কমে গেছে। ভারতে গত দুবছরের মধ্যে সবচেয়ে কম ৬.১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এর ফলে এক ধাক্কায় বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশের তকমা হারিয়েছে ভারত। আর তাতে খুশি চীন! চীনা বিদ্রুপ,ভারত নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে! বহু বিশ্লেষক বলছেন,নোট বাতিল সহ কঠোর সংস্কারসংক্রান্ত পদক্ষেপের ফলেই জিডিপির হার ধাক্কা খেয়েছে। চীনের সরকারি প্রতিবেদনে বলা হয়েছে,হাতি বনাম ড্রাগন'এর লড়াইয়ে ভারত ধাক্কা খেয়েছে বলেই মনে করা হচ্ছে। ভারত বৃদ্ধির হারে এই গোঁত্তা খাওয়ার ফলে চীন আবার বিশ্বের দ্রুততম বৃদ্ধির দেশের তকমা ফিরে পেয়েছে।

প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে,বাস্তবে নোট বাতিলের প্রভাবের সঙ্গে অর্থনীতি কতটা যুঝতে পেরেছে তাও দেখিয়ে দিয়েছে ওই বৃদ্ধির হার। এ ক্ষেত্রে নভেম্বরের নোট বাতিলের মতো কঠোর সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকারের ভাবনাচিন্তা করা উচিত ছিল। আরও বলা হয়েছে,দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে হলে ভারতে কঠোর হাতে আর্থ-সামাজিক সংস্কার অত্যন্ত আবশ্যিক হলেও নোট বাতিলের মতো শক ট্রিটমেন্ট'এর পথ এড়ানোই উচিত। দৈনন্দিন জীবন চালু রাখতে অধিকাংশ ভারতীয়ই নগদের ওপর নির্ভর করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন