আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডে ম্যানচেস্টার শহরে সন্ত্রাসী হামলায় আহতদের সঙ্গে দেখা করেছেন। গত ২২ মে ম্যানচেস্টার শহরে তার কনসার্টেই ওই হামলার ঘটনায় ২২ জন প্রাণ হারান। আহত হন অনেকে। আগামীকাল রবিবার ব্রিটেনের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ফের কনসার্ট করবেন আরিয়ানা। সে জন্যই গতকাল শুক্রবার ব্রিটেনে এসেছেন তিনি। এসেই রয়্যাল ম্যানচেস্টার শিশু হাসপাতালে ওই হামলায় আহতদের সঙ্গে হঠাৎ করেই দেখা করেন তিনি। এ দিন হাসপাতালে আরিয়ানা বেশ কিছু সময় কাটিয়েছেন।
আরিয়ানা চলে যাওয়ার পর হামলায় আহত একজনের বাবা বলেন,তিনি কখনোই তার মেয়েকে এত খুশি দেখেননি। ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে এবার শুধু আরিয়ানাই নন,জাস্টিন বিবার,কেটি পেরি,মাইলি সাইরাস এবং ব্যান্ড কোল্ড প্লে,টেক দ্যাট পারফর্ম করবে। হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য তহবিল গড়তেই এবার এ কনসার্টের আয়োজন করা হয়েছে।