News71.com
 International
 02 Jun 17, 11:07 PM
 249           
 0
 02 Jun 17, 11:07 PM

পৃথ্বী-২ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত।।  

পৃথ্বী-২ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ওড়িশার চাঁদিপুর থেকে নাগাদ পৃথ্বী-২ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে ভারত। ২০০৩ থেকে এই মিসাইল নিয়মিত ব্যবহার করে আসছে সশস্ত্র ভারতীয় সেনা। আজ শুক্রবার সকাল ১০টা ৫৬ মিনিটে পৃথ্বী-২ মিসাইল উৎক্ষেপণ করে ভারত। ৫০০ থেকে ১০০০ কিলোগ্রামের সামরিক সরঞ্জাম,বোমা বহনে সক্ষম পৃথ্বী-২ মিসাইল।

অ্যাডভান্সড ইনারশিয়াল গাইডেন্স সিস্টেম’ ব্যবহার করে লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা করতে পারে এই মিসাইল। এদিনের উৎক্ষেপণকে রুটিন মহড়া বলে দাবি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। গতবছরের মে মাসে এই একই টেস্ট রেঞ্জ থেকে পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রর অন্য একটি ভার্সন পরীক্ষা করা হয়েছিল। এদিনের উৎক্ষেপণ প্রক্রিয়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড (SFC) ও DRDO-র বৈজ্ঞানিকরা।

মজুত মিসাইলগুলির মধ্যে থেকে যথেচ্ছভাবে একটি তুলে নিয়ে পরীক্ষা করে দেখে নেওয়া হয়,প্রতিটি মিসাইলই হামলার উপযুক্ত কি না। ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভলপমেন্ট প্রোগ্রাম’-এর অধীনে ২০০৩ থেকে ভারতীয় সেনার জন্য পৃথ্বী সিরিজের মিসাইল তৈরি করে চলেছে DRDO।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন