News71.com
 International
 02 Jun 17, 08:13 PM
 223           
 0
 02 Jun 17, 08:13 PM

ভারতের তামিলনাড়ুতে বন্য হাতির আক্রমনে নিহত ৪।।  

ভারতের তামিলনাড়ুতে বন্য হাতির আক্রমনে নিহত ৪।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিলনাড়ুর কোম্বাটোরে একটি গ্রামে হাতির পায়ের নিচে পদদলিত হয়ে ১২ বছরের এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। হাতির হামলায় আহত হয়েছে আরো ৩ জন। জানা গেছে স্থানীয় মাদুক্কাই বন থেকে বেরিয়ে এসে হাতিটি হামলার ঘটনার সময় ১২ বছরের ওই মেয়ে গায়েত্রী বাড়ির বাইরে ঘুমাচ্ছিল। এছাড়া নিহতদের মধ্যে রয়েছে পি পালানিসামি (৭৩),বি নাগারাথিনাম (৫০),এম জোথিমানি (৬৮)। হাতিটি নিহতদের পিষ্ট করে গ্রাম ছেড়ে যাওয়ার পথে তিনজনকে আহত করে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন