News71.com
 International
 02 Jun 17, 08:09 PM
 180           
 0
 02 Jun 17, 08:09 PM

বিশ্বের বৃহত্তম বিমান নির্মাণ করলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠতা।।  

বিশ্বের বৃহত্তম বিমান নির্মাণ করলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠতা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে সৃষ্টি হচ্ছে ইতিহাস। প্রযুক্তিবদদের হাতে ধীরে ধীরে গড়ে উঠছে বিশ্বের বৃহত্তম বিমান স্ট্রাটোলঞ্চ। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠতা পল অ্যালেন এই বিশালকায় বিমান তৈরিতে উদ্যোগী হয়েছেন। বিমানের আকৃতি শুনলে চক্ষু চড়কগাছ হতে পারে। ডানাটি ৩৮৫ ফুট লম্বা,যা একটি ফুটবল মাঠের থেকেও বৃহৎ। ৫০ ফুট উঁচু। জানা গেছে,তেল না থাকলে বিমানের ওজন হবে আড়াই লক্ষ পাউন্ড। বিমানটি আড়াই হাজার পাউন্ড জ্বালানি বহন করতে পারবে। বিমানটি ভর্তি থাকলে ওজন হবে ১৩ লক্ষ পাউন্ড। বিমানে থাকছে ২৮টি চাকা,৬‌টি ৭৪৭ জেট ইঞ্জিন। পুরো বিমানটিকে দেখতে গেলে কোন পর্বতমালায় উঠতে হবে।

কেন এই বিরাট বিমান বানাতে গেলেন পল অ্যালেন সেই রহস্য অবশ্য অজানা। ‌ যাত্রী বহন করবে না এই বিমান। আসলে কৃত্রিম উপগ্রহগুলোকে মহাকাশে স্থাপন করতে সহায়ক হবে স্ট্রাটোলঞ্চ। এখন রকেটে করে কোনও উপগ্রহ পেটে করে মহাকাশে নিয়ে যায় রকেট। ৩৫ হাজার ফুট উঁচুতে তাদের স্থাপন করে। অ্যালেনরা মনে করছেন তাঁদের স্ট্রাটোলঞ্চের সাহায্যে উপগ্রহ মহাকাশে স্থাপন করা সহজ হবে। আর খরচও কম পড়বে। ছোট ছোট উপগ্রহগুলিকে কম উচ্চতায় স্থাপন করতে সহায়ক হবে স্ট্রাটোলঞ্চ।যোগাযোগের উপগ্রহ স্থাপন করার ফলে ইন্টারনেট ব্যবস্থায় উন্নতি আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন