News71.com
 International
 02 Jun 17, 02:32 PM
 170           
 0
 02 Jun 17, 02:32 PM

সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের বিল অনুমোদন করল জাপান পার্লামেন্ট।।  

সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের বিল অনুমোদন করল জাপান পার্লামেন্ট।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মন্ত্রিসভার পর জাপানের পার্লামেন্টে ‘সর্বসম্মতিক্রমে’ সম্রাট আকিহিতোর সিংহাসন ছাড়ার ঐতিহাসিক বিল পাশ হয়েছে। এর মধ্যে দিয়ে দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে চলা বিতর্কের অবসান ঘটল। যা দুইশ’ বছরের ইতিহাসে প্রথম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনের মধ্যে দিয়ে আলোচিত এ বিল অনুমোদন পায়। আগামী সপ্তাহে এটি পার্লামেন্টের উচ্চকক্ষের মাধ্যমে আইন হিসাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। পার্লামেন্টে ক্ষমতাসীন পার্টি ছাড়াও অন্য ছয়টি দলের এমপি’রা উপস্থিত ছিলেন।

অনুমোদিত বিলে বলা হয়েছে,আইন আকারে বিল প্রকাশের পরবর্তী তিন বছরের মধ্যে কেবলমাত্র সম্রাট আকিহিতো স্বেচ্ছায় সিংহাসন ছাড়তে পারবেন। একই সাথে রানিও তার কতৃত্ব হারাবেন। ৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো গতবছর অগাস্টে বয়স ও রুগ্নস্বাস্থ্যের কারণে ঠিকঠাকমত দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাওয়ার আশঙ্কা থেকে এক বার্তায় সিংহাসন ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন