আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠীতে যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যে ঘরে ফিরল এক কাশ্মীরি যুবক। জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, বেমিনা ডিগ্রি কলেজের পড়ুয়া ১৯ বছরের তুফাইল মীর এক সপ্তাহ আগে আচমকা নিরুদ্দেশ হয়ে যায় পরে জানা যায়, সে জঙ্গিগোষ্ঠীতে নাম লিখিয়েছে। এদিন কাশ্মীর পুলিশের ডিআইজি (মধ্য কাশ্মীর রেঞ্জ) গুলাম হাসান ভট্ট জানান, সে (মীর) বাড়ি ফিরেছে। পরিবারের সঙ্গে রয়েছে। যদিও, মীরকে ধরা হয়েছে না সে আত্মসমর্পণ করেছে, সেই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ। গত কয়েক মাসে, কাশ্মীরের বহু যুবক জঙ্গিগোষ্ঠীতে নাম লিখিয়েছে। বিশেষ করে অনেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে নাম লেখায়।
পুলিশ জানায়, তাদেরই একজন ছিল শ্রীনগরের কাছে পরিমপোরার বাসিন্দা মীর। পুলিশের মতে, শ্রীনগর থেকে মীর ছিল পঞ্চম যুবক যে গত এক বছরে জঙ্গিগোষ্ঠীতে যোগ দেয়। এদিকে, নিরুদ্দেশ হওয়ার পর পুলিশে যোগাযোগ করে মীরের পরিবার। কিছুদিন পর, সামরিক টি-শার্ট পরা ও হাতে একে-৪৭ রাইফেল ধরা অবস্থায় মীরের একটি ছবি প্রকাশ পাওয়ায় হদিস মেলে ওই যুবকের।