News71.com
 International
 02 Jun 17, 11:47 AM
 251           
 0
 02 Jun 17, 11:47 AM

যা চাইবেন তাই দেব কিন্তু প্রকল্প বন্ধ করা যাবে না।।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  

যা চাইবেন তাই দেব কিন্তু প্রকল্প বন্ধ করা যাবে না।।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়   

আন্তর্জাতিক ডেস্কঃ তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ নির্মাণের ক্ষেত্রে গোঘাটের ভাবাদিঘি নিয়ে জট কাটাতেই ফের কড়া নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুংকার, তারকেশ্বর-বিষ্ণুপুর আমাদের স্বপ্নের প্রকল্প। ওখানে কিছু সিপিএম রয়েছে। কাজে বাধা দিচ্ছে। এটা বরদাস্ত হবে না।

ওইদিন রেলপথ নির্মাণের জন্য গ্রামবাসীদের সমস্ত সমস্যা সমাধান করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। তিনি আরো বলেন,টাকাই চাইলে টাকা দেবে,জাল চাইলে জাল দেব। মাছ চাইলে মাছ দেব। দিঘি চাইলে দিঘি দেব। যা চাইবে তাই দেব। কিন্তু প্রকল্প বন্ধ করা যাবে না।

তবে ভাবাদিঘির উপর নির্ভরশীল ১৭০টি মৎস্যজীবী পরিবারকে ঠিক কত টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে? বিকল্প কী ব্যবস্থা নেওয়া হয়েছে? ভাবাদিঘি ভরাট করা হলে মৎস্যজীবীদের জন্য কী বিকল্প জীবীকার ব্যবস্থা নেওয়া হবে তা এখনও স্পষ্ট করেনি মুখ্যমন্ত্রী। তবে,গোঘাটের থানা ও জেলা প্রশাসনকে প্রকল্প শেষ করারও নির্দেশ দিয়ে রেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন