আন্তর্জাতিক ডেস্কঃ কোনো রকম দাঙ্গা বাধানোর চেষ্টা করলে,দু’পক্ষকে মনের সুখে পেটাবেন। আমি বুঝে নেব। যত নেতা পারেন সারা পৃথিবী থেকে আসুন,আই ডোন্ট কেয়ার। আজ বৃহস্পতিবার তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে ফের পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি প্রতিটি থানার আইসিকে নির্দেশ দিয়েছেন,কোনো গন্ডগোল করতে দেবেন না। তিনি বলেছেন,রাজ্যে এখন শান্তির পরিবেশ রয়েছে। পাহাড় হাসছে,জঙ্গল হাসছে। আমরা আসার পর রাজ্যে মাওবাদীদের হাতে কোনো খুন হয়নি। কিছু কিছু লোক হিংসা ছড়ানোর চেষ্টা করছে।
এদিন জনসভায় মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করে বলেন,চাষীভাই গরু নিয়ে যাবেন,তাতেও আপত্তি। তলোয়ার খেলার কম্পিটিশন,পাথর মারার কম্পিটিশন চলছে। একটা সরকার দিল্লিতে বসে হিন্দু-মুসলমান করে যাচ্ছে। সিপিএম ৩৪ বছরে কিছু করেনি। এখনও বোমা মারছে। আর বিজেপি তলোয়ার নিয়ে ঘুরছে। মানুষের আধার কার্ড নেই। গরুর কানে দুল পরাচ্ছে। নাকে নাকছাবিও পরাও। গরুর হাতে বালা পরাও। এরা এখন বলছে,গরু কাটলে বিপদ। মোষ কাটো। হাঁস, মুরগি,ছাগল কাটা যাবে না। তোমরা কে ভাই?স্বামী বিবেকানন্দ মুসলিমের বাড়িতে হুঁকো খেয়ে দেখেছিলেন,জাত যায় কি না?এরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। যেন নতুন করে সব শেখাচ্ছে।
আমিও রমজান মানি। কালীপূজাও করি। তুমি ঠিক করে দেবে আমি কী পূজা করব? ধার করা রাম,নকল রাম নিয়ে এসেছে। তোমারা কে হরিদাস?ওরা বাংলার কালচার মানবে না।ওদের কালচার,বহিরাগত কালচার। তলোয়ার ঘুরিয়ে সব বলছে। যাঁরা ধর্মকে ধর্মের পথে পরিচালনা করেন,তাঁদের আমি মানি।