News71.com
 International
 01 Jun 17, 09:48 PM
 200           
 0
 01 Jun 17, 09:48 PM

কাবুলে বিস্ফোরণ,পাকিস্তানের সঙ্গে আসন্ন সিরিজ বাতিল আফগানদের।।

কাবুলে বিস্ফোরণ,পাকিস্তানের সঙ্গে আসন্ন সিরিজ বাতিল আফগানদের।।

নিউজ ডেস্কঃ কাবুলে গতকাল বুধবারের ভয়াল বোমা বিস্ফোরণের কারণে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজ বাতিল করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগান রাজধানী কাবুলে বুধবার ভয়াবহ বিস্ফোরণে প্রায় ৯০ জন মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয় অন্তত ৩৫০ জন। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে আফগানিস্তান প্রশাসন। তাদের দাবি,পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদতে এই ধ্বংসলীলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হাক্কানি গোষ্ঠীর লোকজন। যদিও এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তালেবানরা সরাসরি জানিয়ে দিয়েছে তারা এই গাড়িবোমা বিস্ফোরণের জন্য দায়ী নয়। আইএস জঙ্গীদের হাতও থাকতে পারে। সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আফগান সরকারও।

আজ বৃহস্পতিবার আফগান ক্রিকেট বোর্ডের তরফে টুইটারে জানানো হয়েছে, আমাদের পক্ষ থেকে আসন্ন প্রীতি ম্যাচের সিরিজ বাতিল করা হল। এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কোনওরকম ক্রীড়া সম্পর্ক রাখতে আগ্রহী নই আমরা। যে দেশ জঙ্গিদের আশ্রয়স্থল। তাদের সঙ্গে ক্রিকেট খেলা সম্ভব নয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে দুটি প্রীতি টি-‌টোয়েন্টি ম্যাচে খেলার কথা ছিল আফগানিস্তানের। কাবুল ও লাহোরকে বেছে নেওয়া হয়েছিল ভেন্যু হিসেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন