News71.com
 International
 01 Jun 17, 08:40 PM
 239           
 0
 01 Jun 17, 08:40 PM

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করে বিশ্বাসঘাতক স্লোগান।।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করে বিশ্বাসঘাতক স্লোগান।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পরিস্থিতি যে নিজের অনুকূলে নেই আগামী জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট বুঝে গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজ শরিফ। পাকিস্তানি জাতীয় আইনসভাতে খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে Go Nawaz Go স্লোগান মুখরিত হল। এমন ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়েছেন তিনি। অস্বস্তিতে পাকিস্তানের প্রেসিডেন্ট৷ আইনসভাতেই পাক প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে 'বিশ্বাসঘাতক'স্লোগান উচ্চারিত হয়েছে।

নওয়াজ শরিফ সরকারের সময়সীমা শেষ হয়ে আসছে। জাতীয় নির্বাচনের আগে আইনসভার যৌথ অধিবেশনে বিশেষ ভাষণ দিচ্ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেন৷ তার ভাষণের মাঝেই বিধি ভেঙে বিরোধীদের চিৎকার চলে Go Nawaz Go। এরপরেই বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। বিরোধীরা একযোগে সভাকক্ষ ত্যাগ করেন৷ পরিস্থিতি যে এমন হবে তা আগেই বুঝতে পেরেছিলেন প্রেসিডেন্ট। সেই মতো তিনি মানসিক প্রস্তুতি নিয়েই যৌথ অধিবেশনে ভাষণ দিতে এসেছিলেন। বিশ্বস্ত সূত্র উদ্ধৃত করে সুত্র এখবর জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন