News71.com
 International
 01 Jun 17, 05:17 PM
 208           
 0
 01 Jun 17, 05:17 PM

এখন মোদি প্রধানমন্ত্রী,তাই গুজরাটে ১৫০ আসন জেতা উচিত।। বিজেপি সভাপতি অমিত শাহ  

এখন মোদি প্রধানমন্ত্রী,তাই গুজরাটে ১৫০ আসন জেতা উচিত।। বিজেপি সভাপতি অমিত শাহ   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আসন্ন বিধানসভা নির্বাচনে গুজরাটে অন্তত ১৫০টি আসন জিততে চান বিজেপি সভাপতি অমিত শাহ। আর এ লক্ষে গুজরাটের অন্তত ৪৮ হাজার বুথকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় বিজেপি কর্মীরা। গুজরাটে মোট আসন ১৮২টির এর মধ্যে ১৫০টি আসনে জয় পেতে হলে কোমর বেঁধেই নামতে হবে অমিত শাহকে।

অমিত শাহ'র বক্তব্য,নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন,তখন বিজেপি গুজরাটে ১২০টি আসন জিতেছে। এখন মোদি প্রধানমন্ত্রী,তাই ১৫০ আসন জেতা উচিত আমাদের। খাওয়া-ঘুম ভুলে এখন গুজরাতের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে যাচ্ছেন অমিত শাহ। চষে বেড়াচ্ছেন প্রতিটি বুথ,ঘনঘন বৈঠক করছেন বিজেপি কর্মীদের সঙ্গে।

কংগ্রেসের শক্ত ঘাঁটি মধ্য গুজরাটের দেবালিয়া গ্রাম-সহ আদিবাসী অঞ্চলের দরজায় দরজায় ছুটে বেড়াচ্ছেন শাহ। বিজেপি কর্মীদের সতর্ক করে বলেছেন,সব আসনে হেরে গেলেও এই দেবালিয়া কেন্দ্রে হারলে চলবে না। আপনাদের উদ্বুদ্ধ করতে আমি নিজে ছুটে এসেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন