News71.com
 International
 01 Jun 17, 05:16 PM
 211           
 0
 01 Jun 17, 05:16 PM

রাশিয়ার তৈরি প্রচুর স্কাড ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডারে।।  

রাশিয়ার তৈরি প্রচুর স্কাড ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডারে।।   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার তৈরি করা প্রচুর স্কাড মিসাইল মজুত রয়েছে উত্তর কোরিয়ার কাছে। সম্প্রতি এমনই দাবি করলেন কয়েকজন সামরিক পর্যবেক্ষক। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রগুলো এক হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম বলেও জানিয়েছেন তারা।

আন্তজার্তিক হুঁশিয়ারি উপেক্ষা করেই তিন সপ্তাহের মধ্যে ফের মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। নয়া এই স্কাড মিসাইল ৪৫০ কিলোমিটার পাড়ি দিয়ে সমুদ্রে আঘাত করে। কিন্তু জাপানের দাবি,নয়া এই মিসাইল তাদের অর্থনৈতিক অঞ্চলে আছড়ে পড়ে। আর তা নিয়ে রীতিমত ক্ষুব্ধ জাপান। এমনকি,উত্তর কোরিয়ার উদ্দেশ্যে কড়া ভাষায় হুঁশিয়ারিও দিয়েছে জাপান। এমনকি,এই বিষয়ে সতর্ক হওয়ারও হুঁশিয়ারি জাপানের। সামরিক পর্যবেক্ষকদের মতে,যুদ্ধের উস্কানি দিতেই এহেন কর্মসূচি উত্তর কোরিয়ার। যুদ্ধের জন্য নিজেদের আরও সক্ষম করে তুলছে উত্তর কোরিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন