আন্তর্জাতিক ডেস্কঃ আইএস দমন অভিযানে মারাত্মক ভুল৷ তারই খেসারত দিল ফিলিপাইনের সামরিক বাহিনী৷ অভিযানে বিমান হামলায় নিজেদেরই ১০ সেনার মৃত্যু হয়েছে৷ ঘটনার সত্যতা স্বীকার করেছে ফিলিপাইনের সেনাবাহিনী৷ মারাউই দ্বীপে আইএস বিরোধী বিশাল অভিযান চালানো হচ্ছে৷ গত এক সপ্তাহ ধরে এই এলাকায় চলছে সেনা অভিযান৷ সরকারের দাবি,ইসলামিক স্টেট জঙ্গিরা এই দ্বীপ দখল করে নাশকতার রাজত্ব কায়েম করতে চাইছে৷
ফিলিপিন্সের প্রতিরক্ষা সচিব ডেলফিন লোরেনজানা জানিয়েছেন,সেনাবাহিনীর ওপর বিমান হামলা হয়৷ ঘটনার কারণ হিসেবে বার্তা যোগাযোগ ত্রুটিকেই তুলে ধরেছেন তিনি৷ তবে ঠিক কোন অঞ্চলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তার বিস্তারিত জানানো হয়নি৷