News71.com
 International
 01 Jun 17, 05:04 PM
 201           
 0
 01 Jun 17, 05:04 PM

কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ জঙ্গি নিহত।।  

কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ জঙ্গি নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরে ফের টানা গুলিবিনিময় হলো। গুলিবিনিময় শেষে দুই জঙ্গির মৃতদেহ পাওয়া গেছে। ভারতীয় বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,দুই জঙ্গিকে হত্যা করেছে জওয়ানরা। ঘটনা ঘটেছে রাজ্যের নাথিপোরা এলাকার। ঘটনাস্থলে আরও কয়েকজন জঙ্গি এলাকায় লুকিয়ে আছে। এমনই জানিয়েছে সেনাবাহিনী।

অন্যদিকে উপত্যকার সোপরে জম্মু-কাশ্মীর ব্যাংকের সামনে গতকাল বুধবার হামলা চালায় জঙ্গিরা। টহলরত পুলিশের দিকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে তারা৷ ঘটনায় চার পুলিশ সদস্য জখম হয়েছেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমান্ত লাগোয়া অঞ্চলে বড়সড় রকমের জঙ্গি অনুপ্রবেশ হতে পারে। এমনই সতর্কতা জারি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে,শতাধিক পাক জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করতে লাগাতার চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন